হাওড়া: হাওড়ার দুর্গাপুর অভয়নগর ২ অঞ্চলে নির্দল প্রার্থীদের সমর্থনে বুধবার বিশাল মিছিল বেরল। নিশ্চিন্দার ওই মিছিল দেখে স্থানীয়রা অবাক। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে ১২টি আসনে নির্দল প্রার্থীরা দাঁড়িয়েছেন। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল দেখার মতো। নিরাপত্তার জন্য রাস্তায় মোতায়েন ছিল নিশ্চিন্দা থানার বিশাল পুলিশ বাহিনী। অনেক পুলিশকর্মীকেও মোবাইলে মিছিলের ছবি তুলতে দেখা যায়। এক পুলিশ অফিসারকে বলতে শোনা গেল, নির্দলদের এত বড় মিছিল আগে দেখিনি।
তৃণমূল সূত্রের খবর, দলীয় টিকিট না পেয়েই ১২টি আসনে বিক্ষুব্ধ দলীয় কর্মীরা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন। মিছিলে হাঁটতে হাঁটতেই খোকন গায়েন নামে এক বিক্ষুব্ধ তৃণমূল নেতা বলেন, জেলা সভাপতি কল্যাণ ঘোষ এবং তাঁর কিছু অনুগামী দলটাকে শেষ করে দিয়েছেন। ২০২১ সালে যারা বিজেপির হয়ে কাজ করেছিল, তাদের এই অঞ্চলে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। তার প্রতিবাদেই আমরা কেউ আম, কেউ বালতি প্রতীক নিয়ে দাঁড়িয়েছি।
আরও পড়ুন:Panchayat Election | পর্যবেক্ষক নয়, জাতীয় মানবাধিকার কমিশনের আবেদন খারিজ
এদিন সকালেই এক নির্দল প্রার্থীর স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন দেওয়া হয়েছে। খোকন বলেন, তৃণমূল বুঝে গিয়েছ, ১২টি আসনেই ওদের পরাজয় নিশ্চিত। তাই আমাদের প্রার্থী এবং কর্মীদের বিরু্দ্দে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। এভাবে আমাদের দমানো যাবে না। আমরা ১২টি আসনেই জিতব।
এই মিছিল নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিন তিনেক আগেই জেলা সভাপতি কল্যাণ ঘোষ সাংবাদিক বৈঠকে ৩৫জনকে বহিষ্কার করার কথা জানিয়েছিলেন। কয়েকদিন আগে পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক এক সভায় অভিযোগ করেন, জেলার প্রভাবশালী মন্ত্রী অরূপ রায় লাখ লাখ টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দিয়েছেন। তিনি দাবি করেন, তার ভিডিও তাঁর কাছে রয়েছে। যদিও অরূপ রায় ওই অভিযোগ অস্বীকার করেন। যে সভায় বিধায়ক ওই অভিযোগ করেন, সেই সভায় হাজির ছিলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও।