১। ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই শিবির। চেতেশ্বর পূজারা তুরুপের তাস হতে পারেন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর। এছাড়া তিনি মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়াটাও চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতীয় ক্রিকেটারদের জন্য।
২। প্রকাশ পেল রবীন্দ্র জাডেজার মহানুভবতা। আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠেছিলেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাডেজা। শেষ ২ বলে একটিতে এসেছে ছয় এবং অপরটিতে চার। যে ব্যাট দিয়ে জয় এসেছে, সেটি অজয় মণ্ডলকে গিফট করেন রবীন্দ্র জাডেজা।
৩। অম্বাতি রায়ডুর হয়ে এতদিন পর আওয়াজ তুললেন অনিল কুম্বলে। তিনি মনে করেন, গত বিশ্বকাপে অম্বাতি রায়ডুকে না নেওয়াটা ব্লান্ডার ছিল। তিনি বলেন, ‘রায়াডুকে ২০১৯ বিশ্বকাপে খেলানো উচিত ছিল। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ওকে না খেলানো বড় রকমের ভুল সিদ্ধান্ত ছিল। ওকে বিশ্বকাপের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুত করা হয়েছিল। হঠাৎ করেই বিশ্বকাপের স্কোয়াড থেকে উধাও হয়ে গেল! অবাক করার মতোই সিদ্ধান্ত’।
৪। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন নোভাক জোকোভিচ। বুধবার রাতের ম্যাচে হাঙ্গেরির মার্টন ফুসোভিসকে হারালেন সার্বিয়ান জোকার। ম্যাচ স্কোর ৭-৬, ৬-০, ৬-৩। কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়ল না। কসোভো সম্পর্কে তাঁর বার্তা নিয়ে সমালোচনা চলছেই। জোকোভিচ যদিও বিতর্ক পিছনে ফেলে এগিয়ে যেতে চান। পাশে পেয়েছেন টেনিস সংস্থাকেও।
৫। চ্যাম্পিয়ন্স লিগ যদি রিয়াল মাদ্রিদের ডিএনএ-তে থাকে তাহলে ইউরোপা লিগের আর এক নাম সেভিয়া। শেষ ১৮ বছরে এ নিয়ে সাতবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হল স্পেনের ক্লাবটি। বুধবার রাতে ইতালির ক্লাব রোমার বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে সেভিয়া। রোমার কোচ হলেন জোসে মোরিনহো, যিনি আজ পর্যন্ত কোনও ইউরোপিয়ান কাপের ফাইনালে হারেননি। কিন্তু সে প্রথাও স্তব্ধ হল সেভিয়ার কাছে।
৬। আজকের দিনেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের। এই সব নিয়েই জমজমাট আজকের স্টেডিয়াম বুলেটিন-