কলকাতা টিভি ওয়েব ডেস্ক:
মায়েদের চিন্তা নেই। বিশেষ করে যাঁরা সদ্য মা হয়েছেন। ভ্যাকসিন নিলেও কোনও প্রভাব পড়বে না তাঁদের সন্তানের উপর। এমনকি স্তন্যপান করাতেও কোনও অসুবিধা নেই। শুধু তাই নয়। মা করোনায় আক্রান্ত হলেও শিশুদের ব্রেস্ট ফিড করাতে কোনও কোনও সমস্যা নেই। বাচ্চাকে স্তন্যপান করাতে পারেন নিশ্চিন্তে। বিশ্বজুড়ে চলছে স্তন্যপান সপ্তাহ। এর মধ্যেই এ কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। গুজব ছড়িয়েছিল ভ্যাকসিন নিলে শিশুকে আর স্তন্যপান করাতে পারবেন না মা।
আরও পড়ুন: কোভ্যাক্সিন নিয়ে বিপাকে, আদালতের দ্বারস্থ প্রবাসী ভারতীয়রা
বাচ্চাকে স্তন্যপান করানোর অনেক উপকারিতা রয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, যেসব মায়েরা স্তন্যপান করান তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। স্তন ক্যানসার হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়। এ বার হু-এর সমীক্ষায় জানা গেল, করোনায় আক্রান্ত হলেও সেই ভাইরাস বুকের দুধে কোনও প্রভাব ফেলতে পারবে না। করোনা কখনই স্তন্যপানের মাধ্যমে ছড়াবে না শিশুর দেহে।
আরও পড়ুন: টিকা ছাড়া কোনও তরঙ্গ ঠেকানো যাবে না, জানাল গ্লোবাল অ্যাডভাইজরি কমিটি
ভ্যাকসিন নিলেও তা কোনওরকম প্রভাব ফেলবে না বাচ্চা ও মা উভয়ের ক্ষেত্রেই। এরপরও বাচ্চাদের স্তন্যপান করাতে পারবেন মায়েরা। ইউরোপের ৫৩টি দেশে সমীক্ষায় দেখা গিয়েছে, গত ৬ মাসে মাত্র ১৩ শতাংশ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয়েছে। অথচ এই সব দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ মহিলা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। এই তথ্য হাতে আসতেই কপালে ভাঁজ চিকিৎসক মহলে। তাই বিশ্ব স্তন্যপান সপ্তাহে তাঁরা আরও বেশি করে বাচ্চাদের স্তন্যপান করানোর ক্ষেত্রে জোর দিচ্ছেন।