মুম্বই পুলিশ শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করার পর চলছে তাকে জিজ্ঞাসাবাদ। মুম্বাই পুলিশের দাবি, পর্ন ছবি তৈরির ব্যবসা একটি ওটিটি প্লাটফর্ম তৈরি করে ৮ থেকে ১০কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শিল্পার স্বামী রাজ। বহু বলিউড অভিনেত্রী যেমন শার্লিন চোপড়া, পুনাম পান্ডে,গহনা বশিষ্ঠ এর নাম উঠে এসেছে তদন্তে। মুম্বই পুলিশের কমিশনার হেমন্ত নাগরালে জানিয়েছেন, এই চক্রের মূল মাথা রাজ কুন্দ্রাই।
রাজের গ্রেফতারের পর থেকে নানান চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। তার হাত ধরেই নাকি পুনম,শার্লিন এবং গহনা এই এডাল্ট দুনিয়ায় পা রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পুনম এবং শার্লিন কে খোলামেলা ও সাহসী দৃশ্যের ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। একটি সূত্র জানাচ্ছে, বহু আগেই রাজ কুন্দ্রার এই কাজের তথ্য মহারাষ্ট্রের সাইবের সেলকে দিয়েছিলেন এই দুই অভিনেত্রী। কারণ তারা রাজের এই ধরনের অ্যাডাল্ট প্রজেক্টে কাজ করেছিলেন। জানা গেছে প্রতিটি কাজের জন্য প্রায় ২৫ লাখ টাকা করে পেতেন শার্লিন। এমনই ১৫ থেকে ২০ টি প্রজেক্টে শার্লিন কাজ করেছিলেন। সূত্রের দাবি রাজকুন্দ্রা ছাড়াও আরও বেশ কিছু লোক এই ব্যবসায় যুক্ত ছিলেন। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের শুরুর দিকে রাযের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছিল। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত কাল অর্থাৎ সোমবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এ দিন রাতেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতে তৈরি অ্যাপের মাধ্যমে পর্নো কনটেন্ট বিদেশের একটি ওয়েবসাইটে আপলোড করতেন। এই কাজে উঠতি অভিনেত্রী এবং মডেলদের বিশেষভাবে রাখা হতো। প্রত্যেককে এই কাজের জন্য প্রায় ২ লাখ টাকা করে দেওয়া হতো। এদিকে রাজ কুন্দ্রার গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী-মডেল সাগরিকা সুমনের পুরনো একটি ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।সাগরিকা সুমন পুরনো সেই ভিডিয়োতে দাবি করেন, ২০২০ সালের অগস্টে একটি ওয়েব সিরিজে অভিনয় করার জন্য তাঁকে অফার করেছিলেন প্রযোজক রাজ কুন্দ্রা। ফেব্রুয়ারি ২০২১ সালে সাগরিকার সেই ভিডিয়ো এখন রীতিমতো চর্চায় নেটপাড়ায়। যেখানে অভিনেত্রী দাবি করেন, ভিডিয়ো কলের মাধ্যমে অডিশন নেওয়া হয়েছিল তাঁর। তিন ব্যক্তি অডিশন নিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন রাজ কুন্দ্রাও। তিনি দাবি করেন,অডিশনে নাকি তাঁকে পোশাক খোলার নির্দেশ দেওয়া হয়।
রাজকুন্দ্রাকে গ্রেফতারের পর শিল্পা ও রাজের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য জানানো হয় নি।