কলকাতা: ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে দুয়ারে বসন্ত হাজির। ফাগুনের শুরুতেই বঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। সকালের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হচ্ছে শীত। বাড়ছে তাপমাত্রা (Temperature Increase)। রাতেও শিরশিরানি নেই। হালকা হলেও এর মধ্যেই ফ্যান চলতে শুরু করেছে শহরবাসীর ঘরে। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে কুয়াশা থাকার কথা। আপাতত আর শীত ফেরার কোনও সম্ভাবনাই নেই বলছে আলিপুর হাওয়া অফিস। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। পরের দিকে মেঘলা আকাশ থাকতে পারে। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। এরপর বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় বৃষ্টি (Rain) হতে হবে।
হাওয়া অফিস বলছে, সকালে যেমন গরম লাগবে, তবে রাতেও পরিস্থিতি তেমন বদলাবে না। কলকাতা সহ জেলাগুলিতে রাত্রিবেলাও গরম অনুভূত হবে। এ দিকে, কলকাতা আর দমদমের থেকেও তাপমাত্রা বেশি মেদিনীপুরের। সেখানের তাপমাত্রা পৌঁছে গেল ৩১.৫ ডিগ্রিতে। তবে এই গরমের মধ্যেও একটাই আশার আলো দেখা দেখাচ্ছে হাওয়া অফিস। এক থেকে দু’দিন পরই নামবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে। ২২ ফেব্রুয়ারি কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে নদী দূষণের অভিযোগ তুলে পড়ল পোস্টার
সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। এরপর বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। শুক্রবার বৃষ্টি জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ঝড়ো হওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার।
আরও পড়ুন:কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৪)
উত্তরবঙ্গে আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকার কথা। শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলায়।
অন্য খবর দেখুন