কলকাতা: ভোরের দিকে হালকা শিরশিরে ভাব সঙ্গে বসন্তের মিষ্টি রোদে শুরু হল শনিবারের সকাল। ভোর রাতে মনোরম আবহাওয়া কিন্তু বেলা গড়ালেই রোদের তেজ এসে লাগছে গায়ে। মার্চের প্রথম সপ্তাহেই গ্রীষ্মের তাপ অনুভব করেছেন বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে (Weather Update), দোল উৎসব পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে, সকালে হালকা শীত, দুপুর গড়ালেই রোদের তেজ। তারপর থেকে বেশ কিছুটা বাড়বে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি সেলসিয়াল কম। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৫ ডিগ্রি ও ৩১ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৮)
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের (South Bangal) কোনও জেলায় এখন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। সোমবার থেকে আবার শুষ্ক আবহাওয়া দেখা যাবে ওই দুই জেলাতে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে।
আরও পড়ুন: প্রার্থী ঘোষণার আগেই তমলুকে দেওয়াল প্রাক্তন বিচারপতি নাম
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। আপাতত সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। পুরোদস্তুর গরম এখনই পড়ছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও খবর দেখুন