কলকাতা: এক মাসেরও বেশি সময় ধরে রাজ্যে করোনা বিধিনিষেধ জারি রয়েছে। একই সঙ্গে দ্রুত গতিতে চলছে ভ্যাকসিনেশন। এই দুইয়ের জেরে বাংলায় কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ আর একদিনে রাজ্যে ৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৮৭ শতাংশ।
কলকাতায় একদিনে ১০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৫ জন। আক্রান্তের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে এই জেলায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই জেলায় ২৪ ঘণ্টায় ৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বাঁকুড়ায় একদিনে ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুর ও পূর্ব মেদিনীপুরে গত ২৪ ঘণ্টায় ২ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৫৯ জন। এখনও পর্যন্ত বাংলায় করোনামুক্ত হয়েছেন ১৯ লক্ষ ৭০ হাজার ৩৫৬ জন। সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। সংক্রমণে রাশ টানতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি করেছে নবান্ন। জানুয়ারিতে বিধিনিষেধ শুরুর সময় গণ পরিবহনে যাত্রী সংখ্যা নিয়ে নতুন গাইডলাইন দেওয়া হয়। শপিং মল, রেস্তরাঁর ক্ষেত্রে জারি হয় একাধিক নিষেধাজ্ঞা। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি অনেকটাই শিথিল করা হয়েছে। স্কুল-কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে।
আরও পড়ুন:covid India: ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু