কলকাতা: আর্দশ আচরণবিধি চালু হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে (DG Rajeev Kumar) সরিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Election Commissioner of India) রাজীব কুমার (Rajiv Kumar)। নির্বাচন কমিশন (Election Commission) বলেছে, ভোটের কোনও কাজেই রাজীব কুমারকে ব্যবহার করা যাবে না। রাজ্য পুলিশের নতুন ডিজিপি হলেন বিবেক সহায় (Vivek Sahay)। পাশাপাশি গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবদের সরিয়ে দিল কমিশন। আর এই ঘটনার পরেই উঠে এল নয়া তথ্য। পারিবারিক সূত্রে জুড়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) ও গুজরাত পুলিশ (Gujarat Police)।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২৪)
আইপিএস মহল বলছে, ভারতের ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশনের সৌজন্যে এবার দুই রাজ্যের পুলিশ অভিভাবক হিসেবে পেল রক্তের সম্পর্কের দুই ভাইকে। গুজরাত পুলিশের ডিজিপি বিকাশ সহায় (Bikash Sahay), আর পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি হলেন বিবেক সহায়। সম্পর্কে বিবেক বড়, বিকাশ ছোট। বিবেক ১৯৮৮ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার আর বিকাশ ১৯৮৯ ব্যাচের। একই পরিবার থেকে দুই ভাইয়ের কাঁধে দুই রাজ্যের ভার সম্পর্কে নানান আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ফিরহাদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনকে চিঠি বিজেপির
২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে আহত হয়েছিলেন। সে সময় তাঁর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক। গত নভেম্বরে তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল।
আরও খবর দেখুন