পুরুলিয়া: পঞ্চায়েতের আগে ফের অস্বস্তি তৃণমূলে। টাকার বিনিময়ে দলের টিকিট বিক্রির অভিযোগ তুলে দল ছেড়ে সামাজিক আন্দোলনে যোগ দিলেন ঝালদা ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের অসীমা মাহাত ও নিরুপমা মাহাত নামের দুই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। সোমবার আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর উপস্থিতিতে সামাজিক আন্দোলনে যোগ দেন।
অভিযোগ, পুরুলিয়া জেলা পরিষদের আসনে ১৫ ও ২০ নম্বর আসনে ২ জন সভা নেত্রীকে দল থেকে মনোনয়ন জমা করার কথা বলা হয়। কিন্তু পরবর্তীতে প্রার্থী তালিকায় তাঁদের নাম না থাকায় টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ তোলেন তাঁরা। পাশাপাশি তাঁরা জানান, নির্দল প্রার্থী হয়ে আদিবাসী কর্মী সমাজের সমর্থনে এই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, সিআরআই রিপোর্টের কমেন্ট এন্ড জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে না পাঠিয়ে কুড়মিদের এসটি তালিকাভুক্তির প্রক্রিয়াকে থমকে রেখেছে রাজ্য সরকার। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূলের প্রকাশ্যে বিরোধীতায় নেমেছে জঙ্গলমহলের এই বৃহৎ জনগোষ্ঠী। এরই মধ্যে তৃণমূল দল থেকে ২ ব্লক সভানেত্রীর সমাজ আন্দোলনে যোগদান, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে।
এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথড়িয়া বলেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তাঁরা প্রার্থী হতে না পেরেই এই কথা বলছেন। বিচার বিবেচনা করেই দল যোগ্য ব্যক্তিকে প্রার্থী করেছে।