জলপাইগুড়ি: বিধানসভা উপনির্বাচনে (Assembly By Elections ) প্রচারে নামল শহরের দুই প্রান্তে দুই নেতার। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ছয়টি রাজ্যের মোট সাতটি বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। উপনির্বাচন ঘোষণা হতেই ধূপগুড়িতে প্রচারে নেমে পড়ল শাসকদল । প্রার্থীর নাম ঘোষণা না হলেও দলের সমর্থনে দেওয়ার লিখন শুরু করলেন শাসকদলের নেতারা। আগামী ৫ ই সেপ্টেম্বর এই সব কয়টি বিধানসভায় উপ নির্বাচন হতে চলেছে। উল্লেখ্য গত ২৫ তারিখ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়। মৃত্যুর ১৫ দিনের মধ্যেই উপ নির্বাচন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ধুপগুড়ি পুর প্রশাসনিক মন্ডলির ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং নিজের এলাকা ১৪ নম্বর ওয়ার্ডে দলের সমর্থনে দেওয়ার লিখলেন নামেন। পাশাপাশি ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূলের সভাপতি ইভান দাস সাত নম্বর ওয়ার্ডে দলীয় সমর্থনে দেওয়াল লেখেন। প্রার্থীর নাম না থাকলেও দলীয় প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব জানায় প্রার্থীকে হবেন সেটা বড় কথা নয়, জেতাতে হবে এই জোড়া ফুল চিহ্নকে। প্রার্থী দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবেন। আমরা আজ থেকেই সিম্বল দিয়ে প্রচার শুরু করলাম।
আরও পড়ুন: ঘর দখল প্রেমিকার, বাবাকে নিয়ে পলাতক প্রেমিক
গত বিধানসভা নির্বাচনে শাসক দলের হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কাজেই এই নির্বাচন তৃণমূলের কাছে হারানো জমি পুনরুদ্ধারের সুযোগ। নিজেদের সব শক্তিদিয়ে লড়াইয়ের ময়দানে নামছে শাসকদল। তবে পিছিয়ে নেই গেরুয়া শিবির। বিজেপিও কোনোভাবেই তাদের এই আসন হাতছাড়া করতে চায় না। আর এই কারণেই সর্বশক্তি দিয়ে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে দলকে জিতিয়ে আনতে ঝাঁপিয়ে পড়বেন বিজেপি কর্মী সমর্থকরা এমনটাই জানিয়েছে দলীয় নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই ফের ভোট উৎসবে শামিল ধূপগুড়ি।