কালনা: মন্দিরে পুজো দিতে এসে গুরুতর আহত হলেন ৩ পুণ্যার্থী৷ বুড়ো বটগাছের একটি ডাল ভেঙে ঘটে বিপত্তি৷ মঙ্গলবার সকালে পূর্বস্থলীর দু’নম্বর ব্লকের পাটুলি জামালপুরের ঘটনা৷ আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷
আরও পড়ুন: অমিতকে পেট পুরে খাইয়ে অর্ধাহারে বাসুদেব বাউল
পূর্বস্থলীর জামালপুরে রয়েছে বুড়োরাজ মন্দির৷ স্থানীয়রা জানিয়েছেন, মন্দিরটি কয়েকশো বছর পুরনো৷ দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে৷ এদিন সকালে পুজো দিতে আসেন ভক্তরা৷ আর তখনই ঘটে দুর্ঘটনা৷ মন্দির লাগোয়া বটগাছের একটি মোটা ডাল হঠাৎ ভেঙে পড়ে৷ সেই ডাল ভেঙে আহত হন ৩ ভক্ত৷
আরও পড়ুন: সমস্ত টিকাকরণ কেন্দ্রের তালিকা প্রকাশ স্বাস্থ্যভবনের
এই ঘটনায় সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয় মন্দির চত্বরে৷ আতঙ্কিত হয়ে পড়েন ভক্তরা৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ পরে দু’জনকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে৷ একজন ভর্তি পূর্বস্থলীর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে৷ মন্দিরের মতো ওই বটগাছটিও কয়েকশো বছর পুরনো৷ গাছটি বুড়ো হয়ে যাওয়ায় একটি ডাল ভেঙে পড়ে এদিন৷ ওই সময় গাছের তলা দিয়ে যাচ্ছিলেন তিনজন৷ তাঁরা আহত হন৷