পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতীকে প্রার্থী না হতে পেরে দলত্যাগ করে তৃণমূলকে হারাতে মাঠে নামছেন সহ সভাপতি উওম বন্দ্যোপাধ্যায়। ফের পুরুলিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কোন্দোল ক্রমশ চাপে রাখছে শাসকদলকে।
দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে পুরুলিয়া জেলা পরিষদের ৯ নম্বর সিটে মনোনয়ন পত্র জমা করেছিলেন সহ-সভাপতি উওম বন্দ্যোপাধ্যায়। গত ২০১৩ সালে তিনি জেলা পরিষপরিষদের তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ ছিলেন। দেখা যায়, গত রবিবার জেলা সভাপতি দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানেই দেখা যায় এই সিটে নিবেদিতা মাহাত নামে এক মহিলাকে প্রার্থী করে তৃণমূল। তারপরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
আরও পড়ুন: Panchayat Election | ভাঙড়, ক্যানিং, বসিরহাটের অশান্তি নিয়ে পুলিশের রিপোর্ট তলব আদালতের
দলের রাজ্য কমিটি সদস্য তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতর বিরুদ্ধে অভিযোগ তোলেন উত্তম। তিনি বলেন, জাতক ক্রোধ আছে শান্তিরাম মাহাতর। অতীতে রাজনীতির ময়দানে তাঁর বিরূদ্ধে প্রার্থী হয়েছিলেন। তারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, শান্তিরাম তাঁর পরিবারের ভালো করতে চেয়েছে। এই নির্বাচনে টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগও তোলেন তিনি। এই নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসকে হারাতে মাঠে নামবেন। কংগ্রেস, বিজেপি যে যেখানে জেতার সম্ভাবনা রয়েছে তাদের জেতানোর চেষ্টা করবেন বলেও জানান তিনি।
যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, উনি প্রার্থী হতে না পেরে রাগ অভিমান হয়েছে। আমি কথা বলেছি। তিনি দলের সঙ্গেই আছেন। যদি তেমন কিছু থাকে কথা বলে সমস্যা সমাধান করা নেওয়া হবে।