জলপাইগুড়ি: দুদিন পরই ভোল বদল। ফের তৃণমূলে ফিরলেন মেটেলি ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি আশীষ কুণ্ডু। সোমবার বিকেলে মেটেলি ব্লকের তৃণমূল নেতৃত্ব তাঁর কাছে গিয়ে ওনার মান ভাঙান। গত শনিবার এক সাংবাদিক বৈঠক করে আশিস তৃণমূলের উপর একাধিক অভিযোগ তুলে দল ছাড়ার কথা ঘোষণা করেন। শুধু তাই নয় পঞ্চায়েতে তিনি নির্দল প্রার্থী হিসেবেও লড়বেন বলে জানান। সোমবার তৃণমূলের ব্লক নেতৃত্ব তাঁর সঙ্গে গিয়ে দেখাও করেন। পাশাপাশি চালসার ২১/৫২ নম্বর বুথে তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে লড়বেন বলেও জানান।
এদিন আশিস বাবু জানান, ওইদিন দুঃখ পেয়ে আবেগপ্রবণ হয়ে দলের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছিলাম। আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। দলের বিরুদ্ধে যাবতীয় বক্তব্য তুলে নিলাম আমি। সকলের সঙ্গেই আগামীতে তৃণমূল কংগ্রেসের থাকবো। তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুণ্ডা বলেন, আশিস দলের একজন পুরনো সৈনিক। আমরা চাই না তিনি দল ছাড়ুক। তিনি দলেই আছেন দলেই থাকবেন। এদিন আমরা তাঁর সঙ্গে দেখা করে তাঁকে ফের দলে ফিরিয়ে আনলাম।
আরও পড়ুন: Narendra Modi | US | ঐতিহাসিক মার্কিন সফরে পাড়ি দিলেন মোদি, নজর গোটা বিশ্বের
একইসঙ্গে এদিন আশিসের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের মাটিয়ালি বাতাবারি এক নং অঞ্চল সভাপতি দীপক ভুজেল, ২ নং অঞ্চল সভাপতি বাপন রায়, বিধান নগর অঞ্চল সভাপতি বিক্রম রুন্ডা, তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী রেজাউল বাকী, যুবনেতা বাবু হাসান সহ অন্যান্য নেতৃত্ব।