কলকাতা: গ্রেফতারের আগেও মাকে ফোন করেছিলেন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী। মাকে তিনি ফোনে জানিয়েছিলেন, তিনি কিছু করেননি। তাঁর শাস্তি হবে না। সৌরভের মা প্রণতি চৌধুরীকে ফোনে সৌরভ আরও জানিয়েছিলেন, তাঁর ভুল একটাই, মৃত স্বপ্নদীপের বাবাকে বলেছিলেন, তাঁর ছেলের খেয়াল রাখবেন। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের রহস্য মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয় কংগ্রেস। এই দাবিকে সামনে রেখে যাদবপুর থানা ঘেরাও করে কংগ্রেস কর্মী সমর্থকেরা।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা সৌরভ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র সৌরভ জানান, ২০২২ সালে তিনি এমএসসি পাশ করেছেন। গ্রেফতার হওয়ার থেকেই তাঁর পরিবারের কপালে চিন্তার ভাঁজ। ছেলের গ্রেফতারির খবর পেয়ে ভেঙে পড়েছেন সৌরভের বাবা নিরূপ চৌধুরী। পরিবারের একটাই দাবি, সৌরভ নির্দোষ এবং তাঁকে ফাঁসানো হচ্ছে।
আরও পড়ুন: আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, পেটে মিলল মাত্রাতিরিক্ত ওষুধ
সৌরভের মা বলেন, স্বপ্নদীপের মৃত্যুতে আমার ছেলে দায়ী নয়। আমার ছেলে ওরকম ছেলেই না। ও এই কাজ করতে পারে না। সন্ধ্যাবেলা জানতে পারি যে ওকে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে বিকেলেও ওর কথা হয়। ও বলে, আমি কোনও ভুল করিনি মা। আমার শাস্তি হবে না। আমি কাউকে কোনওদিন র্যাগিং করিনি। আমার একটাই ভুল যে, ওর বাবাকে বলেছিলাম আমি ওর খেয়াল রাখব।
প্রসঙ্গত, স্বপ্নদীপের বাবা পুলিশকে জানান, গত ৩ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি চায়ের দোকানে তাঁর সঙ্গে সৌরভের আলাপ হয়। তিনি সৌরভকে বলেছিলেন, ছোট ভাইয়ের মতো স্বপ্নদীপকে দেখতে। সেই সৌরভকেই ঠান্ডা মাথার খুনি বলে শুক্রবার সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, কয়েক জন দল বেঁধে স্বপ্নদীপকে খুন করেছেন। তিনি এর বিচার চান।