জলপাইগুড়ি: ছেলের মারে বাবা খুন। এমনই অভিযোগ উঠল জলপাইগুড়িতে। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বড় লাইন এলাকায়। এলাকাবাসী অভিযুক্ত ছেলেকে আটক করে কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতের ওই ছেলেকে আটক করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কালসু ওরাও (৬৫)। তিনি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বড় লাইনের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আটক ছেলের নাম দিনু ওরাও। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, শুক্রবার রাত থেকে কালসুর সঙ্গে বড় ছেলে দীনুর বচসা হচ্ছিল। অভিযোগ, কালসু নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। এর জেরে কারও ঘুম হচ্ছিল না। এই নিয়ে দিনুর সঙ্গে মারপিট হয়। সকালে স্থানীয়দের নজরে আসে কালসু মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালসুর ছোট ছেলে ভাদোয়া ওরাও। দুই ভাইরের মধ্যে শুরু হয় মারপিট। একে অপরকে ধারালো অস্ত্রের আক্রমণে জখম হয় দু’জনই।
আরও পড়ুন: সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার, ধূপগুড়ি জুড়ে চাঞ্চল্য
এলাকায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য সূর্য মুন্ডা বলেন, বাবা ছেলের বিবাদ হয়। বাবা মারা যায়। যদি খুন করে থাকে ছেলে সাজা পাবে। এদিকে অভিযুক্ত ছেলে দিনু ওরাও বলেন, আমি লাঠি দিয়ে মেরেছি পায়ে। সবাই বলছে আমি নাকি খুন করেছি বাবাকে। সব অভিযোগ মিথ্যে।