বারাকপুর: কোলাঘাটের পর জগদ্দলে (Jagaddal) গুলি (Shoot Out) করে খুন। মঙ্গলবার ভর সন্ধ্যায় বাড়ির কাছে তৃণমূল কর্মী (Trinamool Congress Worker) ভিকি যাদবকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ভিকিকে লক্ষ্য করে তিনজন দুষ্কৃতী পরপর ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। নটি গুলি তার শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক। আশঙ্কা জনক অবস্থায় ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে তাকে নিয়ে আসা হয় অবস্থার অবনতি ঘটলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।
আরও পড়ুন: অসুস্থ বালু, আনা হল এসএসকেএমকে
জানা দিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম ভিকি যাদব। ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ার বাসিন্দা তিনি। সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। শোনা যাচ্ছে, অর্জুন সিংয়ের ভাইপোর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বিকি। মঙ্গলবার বিকেলে বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হন তৃণমূল কর্মী। অভিযোগ, এদিন সন্ধ্যায় বাড়ি সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী ভিকি যাদব। সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা ভিকিকে লক্ষ্য করে এলোপাথাড়ি ৯ রাউন্ড গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন যুবক। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, কোলাঘাটে (Kolaghat Murder) সোমবার রাতে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে (Gold Businessman Murder) গুলি করে খুন করে দুষ্কৃতীরা। টাকা সহ সোনার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে পরিবার।
আরও অন্য খবর দেখুন