হাওড়া: ফের ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident) রাজ্যে। লরির ধাক্কায় ডোমজুড়ে (Howrah Domjur) প্রাণ গেল এক জনের। ঘটনাটি ঘটেছে ১৬ নাম্বার জাতীয় সড়কে। দুর্ঘটনায় মৃত্যু এক রেল কর্মীর। সাঁতরাগাছি ডিউটি শেষে বেলঘরিয়ার বাড়ির পথ ফেরার সময় পাকুড়িয়া ব্রিজের ওপর লরির ধাক্কায় মৃত্যু | দীর্ঘক্ষণ পরে রইল দেহ। কয়েকঘন্টা পর লিলুয়া ট্রাফিক গার্ডের পুলিশ ডোমজুড় থানার পুলিশ দেহ উদ্ধার করে | মৃত কৃষ্ণা চন্দ্র মন্ডল, সাঁতরাগাছির রেল কর্মী।
জানা গিয়েছে, মৃত ওই রেলকর্মীর বেলঘড়িয়ার বাসিন্দা। শুক্রবার সকালে পাকুড়িয়া ব্রিজ ধরে বাড়ি ফিরছিলেন রেল কর্মী কৃষ্ণচন্দ্র মণ্ডল। সাঁতরাগাছি থেকে ফেরার সময় পাকুরিয়া ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় রেলকর্মীর। অভিযোগ, দীর্ঘক্ষণ ব্রিজের উপর দেহ পরে থাকলেও কেউ এগিয়ে যায়নি। দীর্ঘক্ষণ পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: মেয়েকে সন্দেহবশত খুন করে বাইকে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে গেল বাবা
অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে ডোমজুড়ের পার্বতীপুরে গাড়ি চালানো শিখতে গিয়েছিল কয়েকজন।নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। গাড়ির ইঞ্জিন, চাকা এবং অন্যান্য যন্ত্রাংশ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সন্তু দলুইয়ের। সঙ্গে থাকা আরও ২ জন গুরুতর আহত। তারা ডোমজুড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার বেহালার চৈরাস্তায় লরি ধাক্কায় প্রাণ হারায় খুদে এক স্কুলছাত্রের সৌরনীল সরকারের। ওই দিন হেস্টিংস থানা এলাকায় দ্বিতীয় হুগলি সেতুর উপরে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক তরুণীর। ওই ছাত্রের পথদুর্ঘটনায় মৃত্যুর পর পুলিশ প্রশাসনের সক্রিয়তা দেখা গিয়েছে। জনবহুল এলাকা ও স্কুলের সামনে ড্রপ গেটে বসানো হয়েছে। প্রতিটি স্কুলে সামনে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে পুলিশ নিরাপত্তা। এমনকি সকাল ৬ টার পর ভারী পন্যবাহী ট্রাক চলাচলেও নিষেধাত্জ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তার পরেও গত কয়েক দিনে একাধিক পথদুর্ঘটনা হয়েছে। কদিন আগেই হাওড়ার উলুবেড়িয়ায় মালবাহী গাড়ির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়।