পুরুলিয়া: সাইবার প্রতারণায় (Cyber scam) লক্ষাধিক টাকা খুঁইয়ে নিখোঁজ ছাত্র। ঘটনায় উদ্বিগ্ন ওই ছাত্রের পরিবার। জানা গিয়েছে, সৌভিক মিশ্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র। পুরুলিয়ার দুলমি কোটলয় রোডের নজরুল বালিকা বিদ্যালয় এলাকার বাসিন্দা সৌভিক। বর্তমানে সৌভিক ভুবনেশ্বরের কিট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র।
কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেও নিজেই ফেঁসে গেলেন সাইবার প্রতারণার জালে। এরপর থেকে হঠাৎ নিখোঁজ পুরুলিয়ার বাসিন্দা সৌভিক মিশ্র। ওই ছাত্রের খোঁজ না মেলায় উদ্বেগে তাঁর পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে খবর, গত শনিবার ১৭ মে বাড়ি থেকে বেরিয়েছিল সৌভিক। তারপর আর ফেরেনি সে। পরনে ছিল নীল টি-শার্ট, কালো ট্র্যাকপ্যান্ট, হাতে ছিল স্টিলের বালা ও পায়ে স্যান্ডেল জুতো। তবে বাড়ি থেকে বেরোনোর আগে সৌভিক কাগজে লিখে যায়, ‘সরি বাবা-মা, আমি খুব প্রতারণার ফাঁদে পড়ে বড় সিদ্ধান্ত নিচ্ছি। আমি তোমার ও মায়ের অনেক টাকা নষ্ট করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও’। সৌভিকের বাবা দমন মিশ্র পুরুলিয়ার ডুরকু অরবিন্দ বিদ্যাপীঠের শিক্ষক। মা দীপ্তি মিশ্র রানসি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তারা। সৌভিকের মা বলেন, ‘দুপুরে খাবারের জন্য ডাকতেই বলল মা আমি আসছি, ভেবেছিলাম বাইরে হয়ত কিছু আনতে যাচ্ছে। এরপর ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও ছেলে বাড়ি ফেরেনি’।
আরও পড়ুন: বীরভূমে শেষ কথা অনুব্রতরই? দেখুন কোর কমিটির মিটিংয়ে কী কী হল
জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার আগে সৌভিক দুদিন ধরে তার বাবা ও মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা অজানা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। এমনকি তাঁর বন্ধুদের থেকেও টাকা চাওয়া শুরু করেছিল সে। পরিবারের অনুমান, কোনও সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পড়েছিল সৌভিক। সৌভিকের বাবা পুরুলিয়ার টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমার ছেলে যে ধরনের নোট লিখে গিয়েছে, তাতে মনে হচ্ছে সে গভীর প্রতারণায় জড়িয়ে পড়েছে। আমার কাতর অনুরোধ ওকে পুলিশ খুঁজে বের করুক’। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কারা জড়িত , তা জানার চেষ্টা চলছে।
অন্য খবর পড়ুন