তমলুক: নিজের গড়ে ক্রমশ শক্তি হারাচ্ছেন শুভেন্দু অধিকারী। এক সময়ে রাজ্যের মন্ত্রী থাকলেও এখন তিনি বিরোধী দলনেতা। পুরনো দল তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দিয়েছেন বিজেপি শিবিরে। সেই বিশ্বাসঘাতক শুভেন্দুর বরুদ্ধেই বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
বিধানসভা ভোটের পরে বিভিন্ন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। সেই ধারা বজায় থাকল রবিবারেও। এ দিন দলীয় সভায় গিয়ে তমলুকের ধারিন্দা এলাকায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ।
আরও পড়ুন- বিজেপি শাসিত রাজ্যের মহকুমা শাসক কৃষকদের মাথা ফাটাতে বলছেন,ভাইরাল ভিডিও
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গত কয়েক সপ্তাহ ধরে প্রতি রবিবার বিকেলের পরে তমলুক পুরসভা এলাকায় বৈঠক করছেন দলীয় কর্মীদের সঙ্গে। ওই বৈঠক নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শুভেন্দুকে কিছুতেই মানতে পারছে না ঘাসফুল শিবিরের নিচু তলার কর্মীরা। সেই কারণেই বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুকে। শোনা গেল ‘গদ্দার হঠাও’ স্লোগান।
শুভেন্দু আধিকারী
রবিবার বিকেলে তমলুক পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ধারিন্দা এলাকায় বৈঠক করতে গিয়েছিলেন শুভেন্দু। সেই সময়েই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়েই তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশি নিরাপত্তা রয়েছে।