কলকাতা: বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গত বৃহস্পতিবার আন্দোলন তীব্র আকার ধারণ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারাদের। রবিবার সাংবাদিক বৈঠক করলেন এসএসসি ২০১৬ (SSC 2016) প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুন: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তিন দিন কী কী কর্মসূচি থাকছে?
এদিন সাংবাদিক বৈঠকে চাকরিহারাদের অন্যতম মুখ সুমন বিশ্বাস জানান, ‘‘এসএসসি ২০১৬ প্যানেলের অনশনকারী যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে আমরা গত ৫ মে এখানে আসি দেখা করি চেয়ারম্যানের সঙ্গে। আমরা ১২ দিন ধরে এই আন্দোলন বিকাশ ভবনের সামনে চালিয়ে যাচ্ছি। রাজ্য সরকার বিগত এক বছর ওএমআর মিরর ইমেজের কপি সিবিআই এর কাছ থেকে নিয়ে কেন চাকরি বাঁচাচ্ছে না আমাদের?’’
দেখুন আরও খবর: