কলকাতা: ফের শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi )। মঙ্গলবার সন্ধ্যায় তিনি শহরে এসেছেন। কলকাতা বিমানবন্দর থেকে আরসিটিসি হয়ে মোদি যান দক্ষিণ কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। সেখানে ভর্তি রয়েছেন রামকৃষ্ণ মিশনের প্রেসি়ডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁকে দেখতেই গিয়েছিলেন তিনি। এদিন রাজভবনে থাকছেন প্রধানমন্ত্রী।
আগামিকাল, বুধবার সকালে মোদি ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া-এসপ্ল্যানেড (Howrah Maidan to Esplanade Metro) অংশের উদ্বোধন করবেন। সেখান থেকে হেলিকপ্টারে আসবেন দমদম বিমানবন্দরে। পরে বারাসত কাছারি ময়দানে জনসভা রয়েছে তাঁর। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারী সশক্তিকরণকে সামনে রেখে ওই সভার আয়োজন করা হয়েছে। বিজেপি সূত্রের খবর, মোদির ওই সভায় সন্দেশখালির কয়েকজন নির্যাতিতাকে নিয়ে আসা হতে পারে। তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলিয়ে দেওয়ার কর্মসূচি রয়েছে বিজেপির। বুধবার বিমানবন্দর থেকে ১১ কিমি দূরের বারাসত কাছারি ময়দানে মোদির সড়ক পথে যাওয়ার কথা।
আরও পড়ুন:
https://kolkatatvonline.in/scroll/kolkata-metro-howrah-maidan-esplanade-metro-route-may-inaugurate-pm-modi-6-march-kolkatatv-online-kolkata-news/
এক সপ্তাহের মধ্যে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় বঙ্গ সফর। ২ মার্চ তাঁর আরামবাগে রাজনৈতিক সভা এবং সরকারি কর্মসূচি ছিল। রাজভবনে রাত্রিবাস করে পরে্র দিন তিনি কৃষ্ণনগরে যান। সেখানেও রাজনৈতিক সভা এবং সরকারি কিছু অনুষ্ঠান ছিল। আরামবাগ এবং কৃষ্ণনগরের সভায় প্রধানমন্ত্রীর ভাষণ জুড়ে ছিল সন্দেশখালির কথা। দুই সভাতেই তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। বারাসতের সভাতেও সন্দেশখালি প্রসঙ্গ উঠে আসবে বলে দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের। মঙ্গলবার সন্ধ্যায় কাছারি ময়দানে মোদির সভার প্রস্তুতি দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আরও অনেকে। ১০ মার্চ শিলিগুড়িতে মোদির সভা রয়েছে। তার আগের দিন কলকাতায় এসে রাজভবনে থাকবেন তিনি।
দেখুন ভিডিও