কলকাতা: ইতি পড়ল ১২ দিনের টানা আন্দোলনের। দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই মাসের শেষে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে বর্ধিত হারে বেতন। রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি আন্দোলনরত নার্সেরা।
আরও পড়ুন- হিমাচল প্রবেশে বাধ্যতামূলক আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট
সমগ্রেডে সম বেতন দিতে হবে এই দাবিতে আন্দোলন শুরু করেছিলেন এসএসকেএম হাসপাতালের নার্সেরা। গত মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন। প্রতিদিনের দায়িত্ব পালন ও কাজের শেষে এসএসকেএম হাসপাতালে অবস্থান বিক্ষোভে সামিল হন সারা রাজ্যের নার্সরা। তবে তা নেহাতই প্রতীকী আন্দোলন। সেই আন্দোলনের খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতেই হয়ে গেল সুরাহা। আর তার জেরে শেষ হয়ে গেল আন্দোলন।
আরও পড়ুন- রাজীব গান্ধী খেলরত্নের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদলের উঠল দাবি
ডিপ্লোমা হোল্ডার নার্সদের দ্বাদশ গ্রেডের বেতন পাওয়ার কথা। কিন্তু রাজ্যে ওই সকল ডিপ্লোমা হোল্ডার নার্সেরা পাচ্ছিলেন নবম গ্রেডের বেতন। এই বৈষম্যের কারণেই আন্দোলনে নেমেছিলেন রাজ্যের নার্সরা। করোনাকালে গত দেড় বছরের বেশি সময় ধরে নার্সদের পরিশ্রম অনেক বৃদ্ধি পেয়েছে। তারপরেও ন্যায্য বেতন না মেলায় শুরু হয়েছিল প্রতিবাদ। ‘নার্সেস ইউনিটি’ নামের ছত্রছায়ায় চলছিল আন্দোলন।
আরও পড়ুন- ‘লাস্ট সিন থিয়োরি’র ভিত্তিতে দোষী সাব্যস্ত করা অযৌক্তিক নয়: সুপ্রিম কোর্ট
দীর্ঘ ১২ দিন পরে শুক্রবার শেষ হয়েছে নার্সদের আন্দোলন। ওই আন্দোলনকারীদের যাবতীয় দাবি মেনে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নার্সেস ইউনিটির সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায়ের দাবি, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী তাঁদের কথা দিয়েছেন যে আগামী চার মাসের মধ্যে সমস্ত দাবি পূরণ হবে এবং এই সংক্রান্ত ফাইল লেবার কমিশনের পাঠানো হয়েছে।