নন্দকুমার: পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) গঠন নিয়ে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের (Nandakumar Purba Medinipur) শীতলপুর। শুক্রবার নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন। বোর্ড গঠনের আগে সিপিএমের এক সদস্যকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তাদের দাবি, তারা কোনও রাজনৈতিক দলের সমর্থক নয়। পুলিশের গাড়ি যারা ভাঙচুর করেছে তাদের সঙ্গে জড়িয় নয়। তাদেরকে ফাঁসান হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেল্লা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তুলকালাম। অবশেষ বোর্ড গঠন করল তৃণমূল। পঞ্চায়েত প্রধান হন -মরীয়াম খাতুন ও উপপ্রধান হন দিলীপ জানা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েতে ছিল বোর্ড গঠন প্রক্রিয়া। মোট ১৯ টি আসনে নির্বাচন হয় । ১৯ টির মধ্যে ১০ টিতে তৃণমূল জয় লাভ করে, বিজেপি ৭টিতে, সিপিআইএম ১টি ও নির্দল ১ টিতে। কিন্তু এই সমস্ত জয়ী সদস্যকে নিয়ে যখন দলগতভাবে পঞ্চায়েত কার্যালয়ে বোর্ড গঠন প্রক্রিয়া চলছে, তখনই জাতীয় সড়কের উপর তৃণমূল ও বিজেপি উভয় পক্ষের প্রধান ও উপপ্রধান পদে সমর্থনকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে বচসা সৃষ্টি হয় । যার ফলে উভয় পক্ষের মধ্যে ইঁট বৃষ্টি শুরু হয়, এর পাশাপাশি জাতীয় সড়কের উপর দিয়ে সোলপাট্টা থেকে কলকাতাগামী এক যাত্রীবোঝাই বাস গাড়ি উপরেও চড়াও হয় যার ফলে ওই গাড়ির বেশ কিছু অংশ ভেঙে যায়। অপরদিকে এই ঘটনা ঘটার ফলে বেশ কয়েকজন রক্তাক্ত ভাবে জখমও হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে তা নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: তৃণমূল জেলা সম্পাদকের বাড়িতে হামলা প্রাক্তন ভাইস চেয়ারম্যানের অনুগামীদের
অন্যদিকে নন্দকুমার ব্লকের কুমরআড়া গ্রাম পঞ্চায়েতেও টসে ভাগ্য ফিরল বিজেপির। টসে প্রধান ও উপপ্রধান দুটিতেই জয় বিজেপির। নন্দকুমার ব্লকের কুমরআড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৪ টি। তৃণমূল ১২ ও বিজেপি ১২ টি আসন পায়। শুক্রবার বোর্ড গঠনের সময় টস প্রক্রিয়া মাধ্যমে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন। টসে জিতে প্রধান হন বিজেপির জয়ী প্রার্থী তমাল কুইতি এবং উপপ্রধান হন বিজেপির শকুন্তলা হাজরা। ফল প্রকাশের পরেই গ্রাম পঞ্চায়েতের সামনে উল্লাসে মেতে ওঠে বিজেপি সমর্থকরা।
বৃহস্পতিবার বোর্ড গঠন নিয়ে রণক্ষেত্রে চেহারা নেয় পূর্ব মেদিনীপুর। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরেই উত্তাল হয়ে ওঠে খেজুরি (Khejuri Purba Medinipur)। এদিন দুপুরে পরপর গুলির শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনায় আহত আহত ৮ পুলিশকর্মী। এর ২৪ ঘণ্টা পেরতে না পেরতে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর।