কলকাতা: আজ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কোভিড বিধির কারণে ভার্চুয়ালি দিবসটিকে পালন করা হবে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে। এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ গান্ধী মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন সুব্রত বক্সি এবং ব্রাত্য বসু। দুপুর দুটোয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে তা সম্প্রচারিত হবে। পশ্চিম বাংলার বিভিন্ন জায়গার পাশাপাশি প্রতিবেশী রাজ্য অসম এবং ত্রিপুরাতেও অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি চূড়ান্ত।
আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের তীব্র নিন্দা জানাল তৃণমূল
গতকাল শুক্রবার প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি চলাকালীন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কলেজে টিএমসিপি ছাত্রদের ওপর আক্রমণ করে বিজেপির ছাত্র সংগঠন। তাতে আহত হন বেশ কয়েকজন। এক মহিলা নেত্রীকেও আটকে রাখার অভিযোগ ওঠে বিজেপির ছাত্র সংগঠনের বিরুদ্ধে । তারই প্রতিবাদে গতকালই ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে লড়ার অবস্থায় নেই কংগ্রেস, দাবি সুস্মিতার
বাংলা, অসম ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভার্চুয়ালি শোনানোর ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই দেখার।