কলকাতা: রাজ্যে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। রেলের তরফে গ্রিন সিগন্যাল মিললেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত লোকাল ট্রেন (Local Train) চালু করতে চাইছে না রাজ্য সরকার, নবান্ন (Nabanna) সূত্রে এমনটাই জানা গিয়েছে। স্টাফ স্পেশাল যেমন চলছে, তেমনই চলবে। রেলের কর্মীরা ছাড়াও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ট্রেনে চড়তে পারবেন।
আরও পড়ুন: রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ
সাধারণ যাত্রীরা এখনই লোকাল ট্রেনে চড়তে পারবে না। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোভিড বিধি মেনে ট্রেনে সফর করতে হবে। মেট্রো শনি-রবি বন্ধই থাকছে। সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা চালু থাকবে। নিয়মিত কামরাগুলি জীবাণুমুক্ত করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। এ ছাড়াও কোভিড সংক্রান্ত বিধিনিষেধ যাতে যাত্রীরা মানেন, সে ব্যাপারের মেট্রো রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আপাতত ২২০টি মেট্রো চলছে শহরে। ১১০ টি আপ আর ১১০ টি ডাউন। ২২০টির মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে ১৫০টি। ৭৫টি আপ আর ৭৫টি ডাউন। সকালে এবং সন্ধ্যেবেলায় অফিস টাইমে ৬ মিনিট অন্তর থাকছে মেট্রো পরিষেবা। বাকি ৭০টি মেট্রো ইস্ট ওয়েস্ট লাইনজুড়ে চলছে। মেট্রো পরিষেবা শুরুর সময়সীমাও পরিবর্তিত হয়েছে সম্প্রতি। সকাল ৮টার জায়গায় সাড়ে ৭টা থেকে চলছে প্রথম মেট্রো।
আরও পড়ুন: ধানবাদে বিচারকের রহস্যমৃত্যু, খুনের জল্পনা উস্কে দিল সিসিটিভি’র ফুটেজ
শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে ৭টা ৪৮ এ এবং দমদম ও কবি সুভাষ থেকে ছাড়ছে রাত ৮ টায়। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী মেট্রো চলছে। শনিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৫২ জোড়া ট্রেন চলছে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৭টা পর্যন্ত মেট্রো চলছে। রবিবার বন্ধই থাকছে মেট্রো পরিষেবা।
মেট্রো পরিষেবা পেতে গেলে লাগছে স্মার্ট কার্ড। এখনই চালু হচ্ছে না টোকেন। সরকারি এবং বেসরকারি বাস চালু থাকবে। ট্রাম, ট্যাক্সি, ক্যাব, অটো রিক্সা, ফেরি পরিষেবাও মিলবে। তবে সব ক্ষেত্রেই ৫০ শতাংশের যাত্রী নেওয়া যাবে না। পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহনকে নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।