কুলপি: জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার গাজিপুর। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয়। বোমার আঘাতে কলিমউদ্দিন পাইক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে পৌঁছায় বিশাল পুলিস বাহিনী। উত্তেজনা থাকায় এলাকা পরিদর্শনে আসেন সুন্দরবন পুলিস জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়।
জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজিতে জখম নিজাম পাইককে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছ। এই ঘটনায় ২ জন মহিলাকে আটক করেছে পুলিস। এলাকায় ঢোলা ও কুলপি থানার পুলিস মোতায়েন করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসমত পাইক ও নিজাম পাইকদের মধ্যে জমি নিয়ে বিবাদ ছিল দীর্ঘদিনের।
আরও পড়ুন: Anubrata Mandal: সিবিআই দফতরে নয়, এসএসকেএম হাসপাতালে অনুব্রত
অভিযোগ জানাচ্ছেন গ্রামের মহিলারা
বুধবার সকালে বিতর্কিত জমিতে ঘর বাঁধছিলেন নিজাম পাইকরা। সেই সময় প্রতিবেশী আসমত পাইক ও তাঁর দলবল বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনায় নিহত হন কলিমউদ্দিন পাইক ও আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন নিজাম পাইক।
আরও পড়ুন: Jhalda Suicide: তপন কান্দুর বন্ধুর রহস্যমৃত্যুতে কাঠগড়ায় পুলিস, বেপাত্তা মোবাইল?
তদন্তে পুলিস আধিকারিকরা
এরপরই গোটা এলাকা থমথমে হয়ে পড়ে। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সুন্দরবন পুলিস জেলার এসপি। গাজিপুরে এসে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন এসপি।