ইসলামপুর: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote ) কয়েক ঘণ্টা আগেও জেলায় জেলায় অশান্তি অব্যাহত। ভোটের স্লিপ বাড়ি বাড়ি দেওয়াকে কেন্দ্র করে তৃণমুল প্রার্থীর ওপর হামলার অভিযোগ বাম- কংগ্রেস জোটের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর থানার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামে ওই ঘটনায় তৃণমুলের ৬ জন আহত হয়েছেন। লোচনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী লাল বাহাদুর শেখ আহত হয়েছেন । তাদের ওপর তরোয়াল নিয়ে হামলা করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সিপিএমেরও তিনজন আহত হয়েছেন। আহতদের ইসলামপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা চলছে। বাড়ি বাড়ি ভোটার স্লিপ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোলেই ওই ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর লালবাহাদুর শেখ বলেন, তাঁর হাতে তরোয়াল দিয়ে কুপিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। বন্দুকের বাঁট দিয়ে মেরেছে। পাল্টা অভিযোগও করেছে আহত সিপিএম কর্মীরা।
কয়েক ঘণ্টার পরই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের (WB Panchayat Election 2023) আগের দিন তপ্ত রাজ্য (Murshidabad) রানিনগর ১ নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুরে অরবিন্দ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মারধরের জেরেই এই খুন বলে অভিযোগ। ভোট প্রচার করে ফেরার পথে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে ডোমকলে। মারা হয় ধারালো অস্ত্রের কোপও। গুরুতর আহত হয়েছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। মুর্শিদাবাদের ফরাক্কায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ল হাত-পা। জখম ২। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য যখন অশান্ত, তখন রাজ্যপাল একের পর এক হিংসাদীর্ণ এলাকায় পরিদর্শন করেছেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শুনেছেন।শনিবার পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন তিনি রাস্তায় থাকবেন বলে জানিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।