রাজ্যে আরও কমল কোভিড সংক্রমণের হার । গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ দেড় হাজারের নিচে। যা নিঃসন্দেহে স্বস্তি বাড়াচ্ছে রাজ্যে।একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৪৭৮ জন।২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯ জন। একইসঙ্গে ঊর্ধ্বমুখী সুস্থতার হারও।
আরও পড়ুন শালবনির নির্দল প্রার্থীর বাড়িতে ‘মানবিক’ জুন মালিয়া
স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তদের মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগণা। সেখানে একদিনে আক্রান্ত ১৫৪ জন। যা আগের তুলনায় অনেকটাই কম। দ্বিতীয় স্থানে উঠে এসেছে দার্জিলিং এর নাম। একদিনে সংক্রমিত সেখানে ১৫০ জন। যা গত কয়েক সপ্তাহের নিরিখে অনেকটাই বেশি। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১৪৭ জন। চতুর্থ স্থানে কলকাতা ।সেখানে সংক্রমিত ১৩৫ জন।সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৯,৭৮৩ জন।
আরও পড়ুন ২৩ জুলাই মুক্তি কমেডি ফিল্ম ‘হাঙ্গামা-২’
এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত ১৭, ৭০৮ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৬১, ৪৯০।রাজ্যে একদিনে করোনায় সুস্থ হয়েছেন ১,৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৯৭৫ জনের।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৪২,১৮,১৯২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৪৫ শতাংশ।
আরও পড়ুন শালবনির নির্দল প্রার্থীর বাড়িতে ‘মানবিক’ জুন মালিয়া