ওয়েব ডেস্ক: দিঘা (Digha) যাওয়ার পথে নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা। বৃন্দাবনপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ SBSTC-র বাস এবং একটি মালবোঝাই লরির। দুর্ঘটনার সময় বাসটিতে ছিলেন ৫০ জন। কমবেশি আহত হয়েছে সবাই। গুরুতর আহত ৩০ জন। তাঁদের উদ্ধার করে চণ্ডিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে লরি ও বাসের চালক সহ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চণ্ডিপুর থানার পুলিশ।
আরও পড়ুন: টেন্ডার দুর্নীতি আলিপুরদুয়ার পুরসভায়, অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের
রবিবার বেলা ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, যাত্রীবাহী সরকারি বাসটির সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। লরির ধাক্কায় বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনার সময় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উদ্ধারকাজে হাত লাগায় পুলিশও। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? ঘটনার সময়ে গাড়িগুলির গতিবেগই বা কত ছিল? উত্তর খুঁজছে পুলিশ।
দেখুন আরও খবর :