কলকাতা: পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। হাইকোর্টের নির্দেশে এ বারও পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। তবে দূর থেকে প্যান্ডেল দেখায় কোনও বাধা নেই। কিন্তু কবে থেকে ঠাকুর দেখতে বেরনো যাবে? মঙ্গলবার একটি নির্দেশিকায় তা জানাল রাজ্য সরকার।
নবান্নর তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে পুজোর উদ্যোক্তাদের দ্রুত মণ্ডপ তৈরি করতে হবে। দর্শনার্থীরা যাতে তৃতীয়া থেকেই প্যান্ডেল দেখতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। অনলাইনেই পুজোর জন্য প্রয়োজনীয় অনুমতি মিলবে।
আরও পড়ুন: শহরে বিধি মেনে পুজো হচ্ছে তো? খতিয়ে দেখতে রাস্তায় পুলিশ কমিশনার
প্যান্ডেল খোলামেলা হতে হবে
প্যান্ডেল তৈরির ব্যাপারেও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, পুজো মণ্ডপ খোলামেলা হতে হবে। মণ্ডপ চত্বরে যাতে কোভিড বিধি মেনে চলা যায়, সেই ব্যবস্থা রাখতে হবে। কোনওভাবেই ভিড় করা যাবে না। পুজোর কাজের জন্য ছোট পুজোর ক্ষেত্রে ১০ জন ও বড় পুজোর ক্ষেত্রে ২৫ জন মণ্ডপে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: পুজো মণ্ডপ ‘নো এন্ট্রি’ জোন, দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, নির্দেশ হাই কোর্টের
মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক বিলিরও ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। তাঁদের ক্ষেত্রে মাস্ক ও ফেস শিল্ড ব্যবহার বাধ্যতামূলক। দর্শনার্থীদের কোভিড বিধি মেনে উৎসাহিত করতে হবে স্বেচ্ছাসেবকদের। অঞ্জলি, সিঁদুর খেলা ও প্রসাদ বিতরণের সময়ও যাতে ভিড় না হয়, সে দিকে নজর রাখতে হবে।
কোভিড বিধি মেনে ঠাকুর দেখতে হবে
অঞ্জলির ফুল বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অঞ্জলির সময় পুরোহিতের জন্য মাইকের ব্যবস্থা রাখতে হবে, যাতে দূর থেকেও মন্ত্র শুনতে পারেন দর্শনার্থীরা। পুজো মণ্ডপ লাগোয়া এলাকায় কোনও মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। পুজোয় পুরস্কারের বিচারকদের জন্যও একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পিতৃপুরুষকে জল দিতে মর্ত্যে ফিরেছিলেন কর্ণ
একই সময়ে বিচারকদের দুটির বেশি গাড়ি মণ্ডপে থাকতে পারবে না। বিচারকদের ভার্চুয়ালি মণ্ডপ পরিদর্শনের কথা বলা হয়েছে। একান্তই প্যান্ডেল দেখার হলে তা সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে সারতে হবে। উদ্বোধন ও বিসর্জনের সময়ও জমায়েত করা চলবে না। করোনার জেরে এ বার কলকাতায় পুজো কার্নিভালও বাতিল করা হয়েছে।