বাঁকুড়া: জঙ্গলের হরিণের প্রাণ বাঁচাবে কাট আউট। গাড়ির চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ বনবিভাগের। জঙ্গলের মাঝে রয়েছে গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাজ্য সড়ক। সেই রাস্তা দিয়ে দিনে ও রাতে অহরহ গাড়ির যাতায়াত। এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে বন্য জন্তুর পারাপার রাস্তার উপর দিয়ে। তাই প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে জঙ্গলের বন্যজন্তু। এবার তা এড়াতে এক অভিনব ভাবনা বনবিভাগের।
বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের জয়পুর জঙ্গলে রয়েছে চিতল হরিণের বসবাস। বর্তমানে সেই হরিণের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে জয়পুরের জঙ্গলে। জঙ্গলে হরিণের দলে রাস্তা পারাপার করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার কবলেও পড়েছে। তাই হরিণের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে বেশ চিন্তা বেড়েছে বনবিভাগের। যেখানে হরিণের যাতায়াত সেখানে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সচেতনমূলক বোর্ড দেওয়া হলেও তা নজর এড়িয়ে যাচ্ছে চালকদের।
আরও পড়ুন: বউবাজারে রাসায়নিকের গুদামে আগুন, আতঙ্কে আবাসিকরা
বিষ্ণুপুরের থেকে আরামবাগ যাওয়ার রাস্তায় এবার জয়পুরের জঙ্গলে রাস্তার ধারে চোখে পড়বে হরিনের কাট আউট। দেখলে মনে হবে রাস্তা পারাপার করবে তার অপেক্ষায় রাস্তার ধারে দাঁড়িয়ে হরিণ। যা গাড়ির চালকদের নজরে পড়বে এবং গতি নিয়ন্ত্রন করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন বনবিভাগের আধিকারিকরা। বনবিভাগের এই উদ্যোগকে বেশ যুক্তি সম্মত বলে মনে করছেন পথ চলতি মানুষও। স্থানীয়দের মতে, এই কাট আউটের ফলে দুর্ঘটনা যেমন কমবে তেমনি, কমবে বন্যজন্তুর মৃত্যুও। সাধারণ মানুষও গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে।