কলকাতা: ফের বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে রাজ্যের তরফে জানানো হয়। জারি থাকবে রাতের বেলা চলা ফেরার ওপর বিধিনিষেধও। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে জারি থাকবে নাইট কার্ফু। তবে স্বাস্থ্য পরিষেবা, কৃষি পণ্য পরিবহন ও অন্যন্য জরুরী পরিষেবার ক্ষেত্রে কিছুটা শিথিল করা হয়েছে নির্দেশিকা। বুধবার এই নির্দেশিকাই ঘোষণা করা হল রাজ্যের তরফে।
করোনা বিধিনিষেধ নির্দেশিকা
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর গত মে মাস থেকে রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ। এর আগে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি ছিল। প্রথম দিকে গণপরিবহন, জিম, রেস্তরাঁ, পার্ক, সিনেমা হল সমস্ত কিছু বন্ধ থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য। কিন্তু গত কয়েকদিনে রাজ্যে ফের সংক্রমণের হার বাড়তে শুরু করলে নড়েচড়ে বসে নবান্ন। তাই পুজোর আগে যাতে পরিস্থিতি ফের ভয়াবহ আকার ধারন না করে সেই জন্যই বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য।
আরও পড়ুন: চুক্তিভিত্তিক শিক্ষক স্থানান্তরিত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাই কোর্টের
সেই অনুযায়ী, বুধবার রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বাড়ানো হল বিধিনিষেধের সময়সীমা। পাশাপাশি করোনা পরিস্থিতিতে এই মুহূর্তেই খুলছে না স্কুল, কলেজ–সহ কোনও শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকছে ট্রেন চলাচল। সমস্ত সংস্থা ও দফতরকে পর্যাপ্ত পরিমান বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সকলকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে রাজ্যের তরফে। উল্লেখ্য, ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী করোনা সংক্রান্ত এই বিধিনিষেধ জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।