মুর্শিদাবাদ: বি ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার মুর্শিদাবাদের বড়ঞায়। মঙ্গলবার দলীয় প্রতীকের জন্য প্রার্থীদের ফর্ম জমা দিতে এসে আক্রান্ত কংগ্রেসের ব্লক সভাপতি, মহকুমা সভাপতি সহ সলের একাধিক নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিন ব্লক অফিসের সামনে কংগ্রেসের ব্লক সভাপতি আজাদ মল্লিকের কাছ থেকে বি-ফর্ম কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও মহকুমা সভাপতি সফিউল আলম খান সহ একাধিক নেতৃত্বকে মারধর করা হয়েছে জানা গিয়েছে। ঘটনায় অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একাধিক প্রার্থীর ফর্ম কেড়ে নেওয়ায় কংগ্রেসের পক্ষ থেকে সময় চেয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের বিডিও অফিসের সামনে ধরনায় বসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুন: Panchayat Election 2023 | মনোনয়ন প্রত্যাহারের হুমকি! সপরিবারে কার্যালয়ে রাত্রিবাস প্রার্থীদের
নির্ধারিত সময়ে বি-টু ফর্ম জমা করতে না পারায় কংগ্রেসের টিকিটে মনোনীত প্রার্থীরা দলীয় সিম্বল পাবে না। ফলে নতুন করে সেই ফর্ম জমা দেওয়ার ব্যাবস্থা করতে হবে। এই দাবিতে বিক্ষোভ অবস্থান শুরু করে কংগ্রেস নেতৃত্ব। ঘটনার জেরে অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। কান্দির এসডিপিও সাগর রাণার নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।