কলকাতা টিভি ওয়েব ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফের রাজ্যের হাসপাতাল-নার্সিংহোমগুলিকে হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অভিযোগ পান মমতা। এর পর বৈঠক থেকেই মমতা বলেন, কোনও নার্সিংহোম এবং হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড না নিতে চাইলে দ্রুত থানাকে জানাতে হবে। পুলিস ক্রসচেক করে বিষয়টি দেখবে। লাইসেন্স বাতিলের পথে হাঁটতে পারে সরকার।
কার্ডের উপর থাকা হেল্পলাইন নম্বরেও ফোন করে অভিযোগ জানানোর পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘কোনও হাসপাতাল-নার্সিংহোম স্বাস্থ্যসাথী ফেরালে কার্ডের উপর থাকা হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্ত বিষয়টি জানাতে হবে। অবশ্যই অভিযোগ করবেন। বাকিটা সরকার দেখে নেবে। এই কার্ড রিনিউয়াল করাতে হয় না। কার্ড নিয়ে কোনও হাসপাতাল মিথ্যে বললে হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেব।’
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এর আগেও বহুবার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীও বেশ কয়েকবার হাসপাতালগুলিকে কার্ড নিয়ে হুশিয়ারি দেন। গত বুধবার নবান্নে একটি বৈঠকে স্বাস্থ্যসাথী নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মমতা সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া বাধ্যতামূলক। কেউ যদি নিতে না চায়, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন: SSC Probe: মেয়ের নিয়োগে দুর্নীতি, আজই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশকে