কলকাতা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2025) ফল ঘোষণার পর দিনই প্রকাশিত হল মাদ্রাসার রেজাল্ট (Madrasa Result)। শনিবার সকালে প্রকাশিত হয়েছে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। চলতি বছর পরীক্ষা দিয়েছিল ৬০,৩৭৪ জন। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেয়েদের সংখ্যা ২৪,৩৫৩ জন ও ছেলেদের সংখ্যা ৩৬,০২১ জন।
আরও পড়ুন: জাল ওষুধের তদন্তে উত্তরপ্রদেশ সরকারের টালবাহানা!
পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার একটি এক্স হ্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রী লিখছেন, ‘হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।’
হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।
তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।…
— Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2025
দেখুন আরও খবর: