কলকাতা: ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Central Minister) জন বার্লার (John Barla) পাইলট কার (pilot car )। ঘটনায় আহত চার পুলিশকর্মী। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি (Dhupguri) ব্লকের ঠাকুরপাঠ এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপরে। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ থাকে যান চলাচল। তার ফলে আটকে পড়ে বহু গাড়ি। কিছু ক্ষণ পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি।
জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়িতে যেতে গিয়েই পথ দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের পাইলট কার। জলপাইগুড়ি থেকে এক অফিসার–সহ মোট চার পুলিশ কর্মীকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বানারহাটের বাড়িতে যাচ্ছিল পাইলট কারটি। তখন ঠাকুরপাঠ এলাকায় একটি গাড়িকে পাশ কাটিয়ে যাবার সময় ওপর একটি দুধ নিয়ে যাওয়া গাড়িতে সজোরে ধাক্কা মারে। এদিকে দুটি গাড়ি পথ দুর্ঘটনা কবলে পড়ার পর উলটো দিক থেকে আসা আর একটি গাড়িও এসে ধাক্কা মারে।
আরও পড়ুন:Panchayat Election | Murshidabad | সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে উড়ল কংগ্রেস কর্মীর বাড়ির ছাদ
এদিকে পুলিশের এসকর্ট কারটি বানারহাটের দিকে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করে বলে খবর। তখন গয়েরকাটার দিক থেকে আসা একটি দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতেই মারাত্মক জখম হন পুলিশকর্মীরা। তারপর কন্টেনার দুধের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। তার জেরে দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়ি। তিনটি গাড়ির ধাক্কায় বিকট আওয়াজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনী। উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।
ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় এসআই পরিতোষ বর্মন সহ কনস্টেবল বিট্টু বিশ্বকর্মার গুরুতর আহত হন। তাঁদের দু’জনকে ধূপগুড়ি প্রাথমিক হাসপাতাল থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে স্থানান্তরিত করানো হয়েছে। ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোন গাড়ির গতি কত ছিল, পুঙ্খানুপুঙ্খ বিষয় খতিয়ে দেখা হচ্ছে।