কলকাতা: ভুয়ো নথি দিয়ে চাকরি রাজ্যের ডিআইজি সিআইডিকে তলব করল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিআইজি সিআইডিকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। মামলাটির তদন্ত সিবিআইকে দেওয়ার ইঙ্গিত দেন তিনি।
ভুয়ো নিয়োগপত্র বানিয়ে নিজের স্কুলেই ছেলেকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষক বাবার বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতির গোথা স্কুলের ওই ঘটনার তদন্তভার সিআইডিকে দিয়েছিল হাই কোর্ট। ওই মামলার তদন্তে নেমে রাজ্যজুড়ে প্রায় ৩৬ জন শিক্ষকের নাম পায় সিআইডি। যাঁদের মধ্যে ১৮ জন শিক্ষক ভুয়ো নথি ব্যবহার করে চাকরি পেয়েছেন। ১১ জন শিক্ষকের নিয়োগের নথি পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে ৭ জন শিক্ষক মেধাতালিকায় স্থান পরিবর্তন করে চাকরি পেয়েছেন।
আরও পড়ুন: বেশি নয় একটা-দুটো গোলা মারব, মোদি সরকারকে রাহুল