কলকাতা: ‘বাংলাকে খণ্ড-খণ্ড করার চক্রান্ত করছে বিজেপি সরকার। বারবার বয়ান বদল করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।’ উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি নিয়ে বিজেপিকে বিঁধলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর বক্তব্য, ‘বাংলার সংস্কৃতি নিয়ে কোনও ধারনাই নেই বিজেপি’র। তাই এ ধরনের দাবি তোলা হচ্ছে।’
একুশের ভোটে বিজেপি’র ভরাডুবি হলেও ফল ভাল হয়েছে উত্তরবঙ্গে। ২ মে রেজাল্ট আউটের পর থেকেই বিজেপি’র একাংশ উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবিতে সরব হয়। বিশেষ করে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। যদিও প্রথম থেকেই রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ বার্লার এই দাবি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। বাংলা ভাগ প্রশ্নে যা দলের অবস্থান বলেই মনে করে রাজনৈতিক মহল। এমনকি ভোটের ফলের পর দিলীপ ঘোষের উত্তরবঙ্গে সফরে জন বার্লা এবং তাঁর অনুগামীদের দেখতে পাওয়া যায়নি। বাংলা ভাগের দাবিকে সমর্থন না করলেও উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বারবারই সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে পুজোর পরেই খুলবে স্কুল
উত্তরবঙ্গের উন্নয়ন কতটা, কীভাবে তা নিয়ে এ দিন বিজেপির সমালোচনার জবাব দিয়েছেন ব্রাত্য বসু। বলছেন, ‘উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মোট ৭৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে। ২০১৪ সালেই উত্তরবঙ্গে তৈরি হয়েছে আলাদা শাখা সচিবালয়। চা-বাগান কর্মীদের বসবাসের জন্য নেওয়া হয়েছে চা-সুন্দরী প্রকল্প। দু’শো চা-বাগানে ৩ লক্ষ স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্য়বস্থা করেছে সরকার।’
আরও পড়ুন এখনই উপনির্বাচনের দিন ঘোষণা করুক কমিশন, বললেন মমতা
জন বার্লাকে পাশে রেখেই শনিবার বাংলা ভাগের সমর্থনে দিলীপ ঘোষেকে কথা বলতে দেখা যায়। জানান, ‘এটা উত্তরবঙ্গের মানুষের দাবি৷’ কিন্তু এই বক্তব্যের ২৪ ঘণ্টা না কাটতেই উলটো সুর শোনা যায় বঙ্গ বিজেপির সভাপতির গলায়। নতুন রাজ্য গঠনের পক্ষে কোনও সওয়াল করেননি বলে দাবি করেন দিলীপ ঘোষ। যা নিয়েই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দিলীপের এই বয়ান বদলের মন্তব্য নিয়ে তাঁকে ‘দুমুখো’ বলে কটাক্ষ করেন ব্রাত্য বসু।
আরও পড়ুন বুধবার দুপুর ২-টোয় নবান্নে বৈঠক
ব্রাত্য় বসুর বক্তব্য়, ‘বিজেপি পশ্চিমবঙ্গের সংস্কৃতির ব্যাপারে কিছুই জানে না। কেবল বাংলা ভাগের জন্যই উঠে পড়ে লেগেছে। উত্তরবঙ্গের উন্নয়ন করার দিকে কোনও খেয়াল নেই। বিজেপি দেশ বিক্রি করে দিচ্ছে। একইসঙ্গে বাংলা ভাগের চক্রান্ত করছে। মিথ্যাচার করে বলছে উত্তরবঙ্গে উন্নয়ন হয় নি।’
আরও পড়ুন স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি, মেডিকাকে ১ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ কমিশনের