নন্দীগ্রাম: নন্দীগ্রামে (Nandigram) হিংসা থামার বিরাম নেই। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পর এক মাস কেটে গিয়েছে। এখন চলছে বোর্ড (Board) গঠনের প্রক্রিয়া। তার মধ্যেও নন্দীগ্রামে হিংসা অব্যাহত। নন্দীগ্রাম ২ এর আমদাবাদ পঞ্চায়েতের টাকাপুরায় শুক্রবার রাতেও বিজেপি (BJP)-তৃণমূল (TMC) সংঘর্ষ (Clash) চলে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর করে। দলের কিছু সমর্থককে মারধরও করা হয়। শনিবার তৃণমূলের তরফে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে, তৃণমূলই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি নেতা প্রলয় পাল বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলেই ওরা সন্ত্রাসের মনগড়া গল্প বলছে। বিজেপির কেউ যদি গোলমালে জড়িত থাকে, তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন।
আরও পড়ুন:রানীনগর দুই ব্লকে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল বাম ও কংগ্রেস জোট
উল্লেখ্য, গতকালই আমদাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড করেছে বিজেপি। তৃণমূল সদস্য বিজেপিতে গিয়ে পঞ্চায়েতের প্রধান হয়ে গিয়েছেন। তারপর থেকেই আমদাবাদে উত্তেজনা দেখা দিয়েছে। নন্দীগ্রামে অবশ্য ভোটের আগে থেকেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল চলছে। সেখানকার দুটি ব্লকেই দুদলের সংঘর্ষে বেশ কয়েকজন জখমও হয়েছে।