খড়দহ : চতুর্থ রাউন্ডের গণনার শেষে ১৮ হাজার ৬৮ ভোটে এগিয়ে শোভনদেব। গণনার শুরু থেকেই খড়দহে এগিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির স্থান তৃতীয়তে। বামপ্রার্থী দেবজ্যোতি দাস রয়েছেন দ্বিতীয় স্থানে।
১৬ রাউন্ড গণনা হবে খড়দহে। সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। ২ মে ফলপ্রকাশের আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান সেখানকার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। এরপরই আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। এর জেরেই উপনির্বাচন হয় এই কেন্দ্রে। তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে মাঠে নামেন বিজেপি প্রার্থী জয় সাহা। কিন্তু লড়াইয়ের ময়দানে জয় সাহাকে পিছনে ফেলে দিয়েছে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস।