কাশীপুর, ৬ মে : যাওয়ার কথা ছিল না। কিন্তু, দলের এক কর্মীর মৃত্যুর খবর আসতেই সূচি পরিবর্তন। কলকাতা বিমান বন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোজা চলে যান কাশীপুরে। কথা বলেন মৃত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিরার পরিবারের সঙ্গে। বেশ কিছু ক্ষণ তাঁদের সেখানে কাটান শাহ।অর্জুনের পরিবারের অভিযোগ শোনেন। এর পরই বিজেপি কর্মীর মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া উচিত বলে মন্তব্য করেন শাহ।
পুলিস তদন্ত শুরুর আগে, দেহ ময়নাতদন্ত করার আগে এক জন কেন্দ্রীয় মন্ত্রীর সিবিআই তদন্তের কথা রাজনৈতিক ভাবে জল্পনা তৈরি করেছে। এ ভাবে এক জন কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করতে পারেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
অর্জুনের পরিবারের সঙ্গে কথা বলার পর শাহ বলেন, বাংলায় বাক স্বাধীনতা সম্পূর্ণ ভাবে কেড়ে নেওয়া হয়েছে। এখানে মন খুলে কেউ কোনও কথা বলতে পারে না। বিরোধী রাজনৈতিক দলগুলির উপর নানা ভাবে চাপ তৈরি করা হচ্ছে। এ রাজ্যে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে । তৃণমূল সরকারের এক বছর পূর্ণ হওয়ার এক বছরের মধ্যেই এমন ঘটনা, বুঝিয়ে দিল রাজ্যের প্রকৃত অবস্থা।
পাশে আছি। শাহী বার্তা। শুক্রবার কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার পরিবারের সঙ্গে অমিত শাহ।
আরও পড়ুন: BJP Worker’s Death: মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত আলিপুর কমান্ড হাসপাতালে, নির্দেশ আদালতের