কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে আবির মেখে খুশিতে মাতলো জামালপুরবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, রাজ্যের বঞ্চিত ১০০ দিনের কাজের মানুষের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেলেন। সোমবার থেকেই রাজ্যের সকল বঞ্চিত ১০০ দিনের কাজের মজুররা টাকা পেতে থাকবেন। পূর্ব বর্ধমানের জামালপুরেও ১০০ দিনের কাজের মজুরদের টাকা ব্যাঙ্কে ঢুকতে শুরু করেছে আজ থেকে। টাকা পেয়ে খুবই খুশি এই অসহায় বঞ্চিত মানুষরা।
ব্লক সভাপতি মেহেমুদ খান আজ জামালপুর ১ অঞ্চলের বেত্রাগড় গ্রামে গিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। তিনি খুশি হয়ে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। তাঁর সামনেই অসহায় বঞ্চিত এই মানুষগুলো মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি করেন। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আবার প্রমাণ করলেন, তিনি সব সময়ই অসহায় সাধারণ মানুষের পাশে আছেন। প্রকৃতই এই সরকার মা মাটি মানুষের সরকার। তিনি মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী প্রণাম ও কৃতজ্ঞতা জানান।
এদিকে কোচবিহারে ও দেখা গেল একই ছবি। কোচবিহারের বিভিন্ন ব্লকে ১০০ দিনের যাঁরা কাজ করেছেন সেই সমস্ত শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে আজ থেকে। এদিন কোচবিহারের দিনহাটা মহকুমার দিনহাটা এক নম্বর ব্লক এবং সিতাই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জব কার্ড হোল্ডাররা মোবাইলে ১০০ দিনের মজুরির বকেয়া টাকা আসতে দেখেই অনেকটা খুশি।
শ্রমিকরা জানাচ্ছেন, তার দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা পৌঁছেছে। এ জন্য তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ বিষয়ে দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল সাত্তার জানান, বিরোধীদের অনেক চক্রান্ত, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী বাংলার মানুষদের যে কথা দিয়েছেন, তাঁর কথা রেখেছেন। De