ওয়েব ডেস্ক: গোপন অভিযান চালিয়ে বাংলাদেশের ২ জলদস্যুকে (Two Bangladeshi Pirates Arrested) আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার করল রহড়া থানার পুলিশ। বেশ কিছুদিন ধরে খবর ছিল বাংলাদেশের দুই কুখ্যাত জলদস্যু সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। গোয়েন্দা সংস্থা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত রহড়া থানায় এই কুখ্যাত জলদস্যুদের ছবিসহ তথ্য আসে। সেই তথ্য অনুযায়ী, রহড়া থানার পুলিশ রহড়ার বিভিন্ন এলাকা সহ নিউটাউনে গোপনে অভিযান চালায়। আর সেই অভিযানে আসে সাফল্য।
আরও পড়ুন: তোলাবাজির প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস সদস্যার স্বামী
নিউটাউন এলাকা থেকে মজনু গাজী ও রহড়া এলাকা থেকে মহম্মদ কামাল শেখকে গ্ৰেফতার করল রহড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মজনু গাজী বাংলাদেশের খুলনা দৌলতপুরের বাসিন্দা। আর কামাল শেখ খুলনার কাথমার চর গ্ৰামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ। রবিবার তাদের বারাকপুর আদালতে তোলা হবে।
দেখুন আরও খবর: