ওয়েব ডেস্ক: গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। ঘটনায় দুজনকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। রবিবার আদালতে পেশ করা হয় ধৃতদের।
আরও পড়ুন: ১০০ দিনের কাজে দুর্নীতি, গ্রেফতার বিজেপি মন্ত্রীর ছেলে, এবার কী করবে বিজেপি?
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় মাদক কারবারের চক্রে চালাচ্ছিল অভিযুক্ত সরজামাল আলী ওরফে কালুর। এমনই অভিযোগ বারবার সামনে আসছিল। শনিবার গভীর রাতে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুমুঠো ফরিদপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তের বাড়িতে হানা দেয়। ঘটনায় প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সরজামাল আলি ও সাকিল আলি। রবিবার তাদের গঙ্গারাসপুর আদালতে তোলা হয়। ঘটনায় আরও কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।
দেখুন আরও খবর: