শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে কেনাকাটা সেরে পুজোর জন্য প্ল্যানিং করে ফেলেছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। পুজোর চারদিনের প্ল্যান নিয়ে খোলাখুলি আলোচনায় ঋতব্রতর সঙ্গে কলকাতা টিভি অনলাইনের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ।
ঐন্দ্রিলাঃ ঋতব্রত কেমন আছো?
ঋতব্রতঃ ভালো আছি, সামনে পুজো ভালো থাকতেই হবে(হাসি)
ঐন্দ্রিলাঃ পুজো তো সামনেই, কি প্ল্যান এবারের পুজোয়?
ঋতব্রতঃ দেখো, প্ল্যান সেভাবে হয়নি। তবে নিশ্চয়ই ঘুরতে যাব বন্ধুদের সঙ্গে, জমিয়ে আড্ডা দেব এটা নিয়ে কোনও ডাউট নিয়ে।
ঐন্দ্রিলাঃ প্যান্ডাল হপিং?
ঋতব্রতঃ হ্যাঁ, কলকাতার পুজোয় প্যান্ডাল দেখব না তা হয় নাকি!
ঐন্দ্রিলাঃ তাহলে পুরো দমে ঠাকুর দেখতে ভালবাসো?
ঋতব্রতঃ হ্যাঁ, রাতের দিকেই বের হই। বন্ধুদের সঙ্গে। পছন্দের কিছু পুজো মণ্ডপে প্রত্যেকবার যাই। রাতের দিকে একটু ফাঁকা থাকে ভালো লাগে তখন ঘুরতে।
ঐন্দ্রিলাঃ পুজোর প্ল্যানিং তো প্রায় সেরে ফেলেছ, কেনাকাটা শেষ?
ঋতব্রতঃ এইরে! (হেসে) দেখো কেনাকাটার বিষয়ে আমি ভীষণ কাঁচা। মা যা কিনে আনেন আমি ভালোবেসে পরে নিই। আমি এতো অপশন দেখে পছন্দ করতে পারি না, অনলাইন হোক বা গিয়ে কেনাকাটা। একটা দেখালে দ্বিতীয়টাই পছন্দ করে ফেলি! (হাসতে হাসতে)
ঐন্দ্রিলাঃ বেশ, মামার বাড়িতে ছোটবেলার কোনও স্মৃতি আছে পুজোর সময়?
ঋতব্রতঃ না, মামারবাড়ি তো ঝাড়খণ্ডে। তাই সেভাবে দুর্গাপুজোয় যাওয়া হত না। কলকাতাতেই ভালো লাগে দুর্গা পুজোতে। ওই সময় কলকাতার বাইরে থাকব ভাবতেই পারি না!
ঐন্দ্রিলাঃ পুজোর সঙ্গে প্রেমের তো আলাদাই কানেকশন…তোমার কি কোনও স্মৃতি রয়েছে পুজোর প্রেম নিয়ে?
ঋতব্রতঃ (মুচকি হেসে) হ্যাঁ, তখন ক্লাস সেভেন। ভালো লাগত একটা মেয়েকে। জানিয়েও ছিলাম। পরে জানতে পারি তারও আমাকে ভালো লাগে। তারপরই বিষয়টা এগোয়। সেবার দুর্গা পুজোয় খুব ঘুরেছিলাম… এখনও মনে পড়লে খুব ভালো লাগে। তবে ছোট ছিলাম তো তাই বেশি দিন আর…(খুব হাসি)
ঐন্দ্রিলাঃ পুজোর আগে-পরে ঘুরতে যাচ্ছ কোথাও?
ঋতব্রতঃ না! আপাতত তেমন কোনও প্ল্যান নেই।
ঐন্দ্রিলাঃ আর ডায়েট? পুজোয় খাবারের লিস্টে ‘ডায়েট’ অপশানটা রাখছ?
ঋতব্রতঃ নাহ, দেখো সেভাবে হয়ত মানতে পারব না। কারণ, সারা বছর এই কটা দিনের অপেক্ষায় বসে থাকি। এই সময় খাওয়া দাওয়া ডায়েটের বাইরেই চলে যায়। তবে বেশি খেলে অসুবিধে নেই, পরে সেটা জিমে গিয়ে ঝরিয়ে নিতে হবে।
ঐন্দ্রিলা: শেষ প্রশ্ন তোমার অনুরাগী আর কলকাতা টিভির অনলাইন দর্শকদের জন্য পুজোতে কি বার্তা দিতে চাও?
ঋতব্রতঃ শারদীয়ার শুভেচ্ছা সকলকে। সাবধানে পুজো কাটান। খুব মজা করুন।