ওয়েব ডেস্ক: বাংলা ক্যালেন্ডারের ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মৃত্যুবার্ষিকী (Rabindranath Tagore 84th Death Anniversary)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharti University) এদিন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল এই বিশেষ দিনটি। সকালে শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও আশ্রমিকরা সমবেত হন অনুষ্ঠানে অংশ নিতে।
প্রথা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ অনুষ্ঠান ‘বৃক্ষরোপণ উৎসব’ এদিন আয়োজিত হয়। তবে এবার তা নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভবনের পরিবর্তে জগদীশ কানন বা পুরাতন মেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
আরও পড়ুন: ‘তিনি আমাদের অভিভাবক’, বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
গৌরপ্রাঙ্গণ থেকে শুরু করে উদয়নগৃহ পর্যন্ত কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। বক্তারা তাঁর সাহিত্য, সংগীত ও শিক্ষাদর্শের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। শান্তিনিকেতনের পাশাপাশি রাজ্যজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনে ও কবিতা পাঠের মধ্য দিয়ে পালিত হয় কবিগুরুর প্রয়াণ দিবস।
দেখুন আরও খবর: