হলদিয়া: হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন(IOC) বিবৃতি দিয়ে জানাল, হলদিয়ার আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় যখন রক্ষণাবেক্ষণ ও শাট ডাউনের কাজ চলছিল তখন আচমকাই এই দুর্ঘটনা।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে,হঠাৎই সামান্য ফুলকি থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ৩ জনের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আহত হয়েছেন ৪৪ জন।
কয়েকজনকে দ্রুত জরুরি চিকিৎসা দিয়েই পাঠিয়ে দেওয়া হয় হলদিয়া রিফাইনারি হাসপাতালে। জেলা প্রশাসনের সাহায্যে দুর্ঘটনাস্থল থেকে আহত এবং অন্যান্যদের দ্রুত নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে আসা হয়।
বিস্ফোরণে জখমদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে
আরও পড়ুন: Haldia IOC fire: হলদিয়ায় বিস্ফোরণে জখমদের আনা হচ্ছে কলকাতায়
জেলা প্রশাসনের সহায়তায় গুরুতর জখমদের কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বানানো হয়েছে গ্রিন করিডর। যাতে করে অত্যন্ত কম সময়ের মধ্যে দ্রুত কলকাতায় পৌঁছনো সম্ভব হয়। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।