কলকাতা: কলকাতা টিভির খবরেই সিলমোহর! বাতিল হয়ে গেল ডুরান্ড কাপের ডার্বি। আরজি কর কাণ্ডের জেরে বাতিল করে দেওয়া হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ। ডার্বি না হওয়ায় দু’দলের মধ্যে ১ পয়েন্ট ভাগ হয়ে গেল। এরইসঙ্গে দুই প্রধান পৌঁছে গেল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে।
শনিবার ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, শহরের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, শহরে বিভিন্ন জায়গায় এত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে যে ডার্বির জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন সম্ভব নয়। ফুটবল সমর্থকদের একাংশ আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ টিফোর পরিকল্পনা করেছিলেন।
এই ধরনের টিফো পরিস্থিতি জটিল করতে পারে বলে আশঙ্কা পুলিশ প্রশাসনের। রবিবার ডুরান্ডের ডার্বি নিয়ে আপত্তি জানানো হয় পুলিশ প্রশাসনের তরফে। এরপরও ডার্বি যাতে হয় সেইজন্য চেষ্টা চালানো হয় ডুরান্ড কমিটির তরফ থেকে। প্রস্তুত ছিল ভারতীয় সেনাবাহিনীও। কিন্তু কিছুই কাজে এল না। অবশেষে বাতিলের সিদ্ধান্তেই সিলমোহর!
অন্য খবর দেখতে ক্লিক করুন: