কলকাতা: সবাই কম-বেশি স্বপ্ন (Dream) দেখে থাকি আমরা। কিছু স্বপ্ন হয় আনন্দের, কিছু কষ্টের। বিশেষজ্ঞদের মতে, স্বপ্নের নানা অর্থ থাকে। অনেক স্বপ্নই রয়েছে যা ঘুম থেকে ওঠার পরও আমাদের মনে থেকে যায়। এসব স্বপ্নই নানা ঘটনার ইঙ্গিত দেয়। এছাড়াও অনেকে স্বপ্নে মৃত ব্যক্তিকে কাঁদতে দেখেন। এই স্বপ্নের অর্থ কী? কোন ইঙ্গিত দেয় এটি? কাঁদার স্বপ্ন দেখা শুভ ও অশুভ দুই’ই ইঙ্গিত কিন্তু বহন করে।
যদি স্বপ্নে লেকাঁদতে দেখেন, তাহ স্বপ্ন শাস্ত্র অনুসারে, এটি বাস্তব জীবনে আপনার সম্মান বৃদ্ধির লক্ষণ। এই স্বপ্ন অনুসারে বলা যায় খুব তাড়াতাড়ি সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই বাদাম
স্বপ্ন শাস্ত্র অনুযায়ী, কোনও ব্যক্তি স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে বুঝতে হবে যে, বাস্তব জীবনে শীঘ্র পরিস্থিতি পাল্টাতে চলেছে। আয়ু বাড়বে ও আর্থিক পরিস্থিতিও মজবুত হবে।
নিজের কান্নার স্বপ্ন দেখা, ব্যক্তির মানসিক অবস্থার বর্ণনা করে। বাস্তব জীবনে কোনও সমস্যার কারণে চিন্তিত থাকলে এমন স্বপ্ন আসে বলে মনে করা হয়। মনস্তত্ববিদদের মতে, যাঁরা বাস্তব জীবনে কাঁদতে পারে না, তাঁরা স্বপ্নের মধ্যে কেঁদে মন হালকা করেন।
স্বপ্নে কোনও বাচ্চাকে কাঁদতে দেখা অশুভ ইঙ্গিত বহন করে। এটি কোনও সমস্যার আগমনের কথা জানিয়ে থাকে। আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। এমনকি কোনও দুর্ঘটনা ঘটার দিকে ইশারা দেয় এমন স্বপ্ন।
কোনও ব্যক্তিতে কোণে বসে কাঁদাতে থাকার স্বপ্ন দেখেন, তা হলে স্বপ্ন শাস্ত্রে একে শুভ সংকেত মনে করা হয়। ভবিষ্যতে উন্নতি হতে পারে। পুরনো দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আটকে থাকা অর্থ লাভের দিকে ইঙ্গিত দেন এমন স্বপ্ন। কোনও যাত্রার পরিকল্পনা করতে পারেন আপনারা।