নয়াদিল্লি: মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ শিশু জখম হওয়ার ঘটনায় উদ্বিগ্নি জাতীয় শিশু সুরক্ষা কমিশন। সে নিয়ে মঙ্গলবারই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার জবাব চাওয়া হয়েছে। চাওয়া হয়েছে অ্য়াকশন টেকেন রিপোর্টও।
মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশন লিখেছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হয়েছে ৭-১১ বছর বয়সি ৫ শিশু। জঘঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা। এই ঘটনাকে গুরুতর শিশু অধিকার লঙ্খন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি শিশুদের দ্রুত চিকিৎসা ও দোষীদের চিহ্নিত করার আইনি পদক্ষেপ নিতে হবে, বলে বার্তা দেওয়া হয়েছে। ওই চিঠিতে আরও জানানো হয়েছে পরিস্থিতি সরেজমিনে দেখতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল মুর্শিদাবাদে আসতে পারে।
আরও পড়ুন: Panchayat Election | হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শাওনির
উল্লেখ্য, বাংলার পঞ্চায়েত ভোটে রক্ত ঝরছে শিশুরও। সোমবার ফরাক্কার ইমামনগর এলাকার একটি আমবাগানে খেলা করছিল ৫ শিশু। পড়ে থাকা বলে লাথি মারতে যায় একজন। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের আওয়াজে শুনে ঘটনাস্থলে ছুতে যায় গ্রামবাসীরা। পাঁচ শিশুকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে য়ান। এরপর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে এ ধরণের ঘটনা মুর্শিদাবাদে আগেও ঘটেছে। এর আগেও একাধিকবার খেলতে গিয়ে বোমা ফেটে শিশু জখম হয়েছে। ভোট ঘোষণার আগেও রাজ্যে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে একাধিক শিশু। তবে পঞ্চায়েত ভোট ঘোষণার পর এই প্রথম খেলতে গিয়ো বোমার আঘাতে শিশু জখম হল।